খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন অথরিটি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকেই বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের সুবিধা উন্মুক্ত করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরএর আগে, গত ২৮ মার্চ বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। বিপুল সংখ্যক বিদেশি ভিআইপি অতিথির নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।