Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭:  download (1)সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে টানাপোড়েন চলছেই। ফের সিরিয়া ও রাশিয়ার উদ্দেশে পরোক্ষ হুঙ্কার দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তিনি বলেছেন, ‘‌বিশ্বের যে কোনও জায়গায় নিরপরাধ মানুষের ওপর কেউ আঘাত করলে যুক্তরাষ্ট্রের কাছে হামলাকারীদের জবাবদিহি করতে হবে। ’‌ জি–৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বসার আগে এমন মন্তব্য করেছেন টিলারসন। মনে করা হচ্ছে, এই বৈঠকেই  রাশিয়ার ওপরে চাপ সৃষ্টি করা হবে যাতে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর থেকে সমর্থন তুলে নেয়।

টিলারসন আরও বলেন, ‘‌বিশ্বের যে কোন জায়গাতেই হোক না কেন, নিরীহ মানু্ষের ওপরে যারা অত্যাচার করবে, যুক্তরাষ্ট্র তাদের বিচার করবে। ’‌ রাশিয়ার বিরুদ্ধে তাঁর তোপ, ‘‌বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা খান শেখুন শহরে রাসায়নিক হামলা চালানোর সময় আসাদকে থামাতে পারেনি রাশিয়া। সেই হামলায় ৮৯ জন নিহত হন। তখন রাশিয়া কী করছিল?‌ সিরিয়ায় আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, আইএস–কে পরাজিত করা। যুক্তরাষ্ট্র সেটাই করে যাবে। কারণ আইএস মানবতার পক্ষে অভিশাপ।