Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
Mashrafe
খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটা হুট করেই দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার। প্রশ্ন ওঠে, কোনো চাপ থেকেই কি তার এই সিদ্ধান্ত? সরাসরি এই উত্তর না দিলেও সম্প্রতি তার এক বক্তব্য থেকে বোঝা যায় কিছুটা হলেও চাপে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক। পাশাপাশি তিনি আভাস দিলেন, ওয়ানডেতেও যদি এমন চাপের সম্মুখীন হন সেক্ষেত্রে এই ফরম্যাটেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন।

সোমবার কিছুক্ষনের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সেখানেই বিভিন্ন বিষয়ে কথা বলেন, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সাথে। যতদিন সম্ভব খেলে যাওয়ার ইচ্ছা জানানোর পাশাপাশি মাশরাফি এও জানিয়ে দেন, কোনো চাপ আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওয়ানডেতেও।

এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী মাশরাফির বলেন, ‘আমার চিন্তা হচ্ছে, ওয়ানডেটা এখনও উপভোগ করছি, তাই আরও কিছুদিন খেলে যাওয়া। কিন্তু এ রকম পরিস্থিতি যদি আসে যে, আমার একটু খারাপ সময় যাচ্ছে আর আমার ওপর চাপ তৈরি হচ্ছে, তখন তো আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। ’

ওয়ানডে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সে তুলনায় ওয়ানডেতে আমরা এক লাফে অনেক দূর এগিয়েছি। দল সাফল্য পাচ্ছে, আমি নিজেও খেলাটা উপভোগ করছি। ইচ্ছা আছে, ওয়ানডে ক্যারিয়ারটা আরেকটু লম্বা করার। তবে সেটার সময় নির্ধারণ করে দেওয়া কঠিন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কখন কী কঠিন হয়ে যায়, কোনটা সহজ হয়ে যায়, বলা মুশকিল।