Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: নীলফামারীর ডিমলা উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ক্রমানয়ে বাল্যবিবাহ কমিয়ে আনা বিষয়ক একটি প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।
.উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন, পঃপঃ কর্মকর্তা মকবুল হোসেন, মেডিকেল অফিসার এমসিএমপি ডাঃ মহসীন সরকার।

কর্মশালায় ১০ থেকে ১৯ বছর বয়সসীমার প্রতি গুরুত্ব আরব করে বলেন কৌশর কাল পরিচিতি ও শারীরিক, মানসিক, মানসিক পরিবর্তন, আত্মসামাজিক ও জনমীতির প্রেক্ষাপটে কিশোর-কিশোরীদের পরিবর্তন পরিস্থিতি, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছনতা, কিশোরীদের মাসিক কালীন সমস্যা ও মাসিক চক্রের ব্যবস্থাপনা কৌশর-বান্ধব স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সেবায় যোগযোগ ও কাউন্সেলিং, কৈশোর কালীন পুষ্টি, রক্তস্বলপ্তা এবং অপুষ্টি প্রতিরোধ ও প্রতিকার, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের গৃহীত পরিসি ও কর্মপরিকল্পনা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ঝুকি, ঝুকিপূর্ণ আচরন, পারিপারশিকতা ও জীবন দক্ষতাশিক্ষারমাধ্যমে সুস্থ জীবন ধারনে উদবুদ্ধকরন, নিরাপত মাতৃত্ব সেবা, গর্বকালীন ও প্রসব কালীন এবং প্রসবত্তর সেবা বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করেন উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।