খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: সুনামগঞ্জে সীমান্ত এলাকায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র সদস্যরা পৃথকভাবে ৩টি অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা মূল্যের ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামী এবং ২ লাখ ৩৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৬৩ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি ও ৯৬ বোতল অফিসার চয়েস মদ আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা বিওপি’র ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে বাংলাদেশের অভ্যন্তরে ডুলুরা ফেটেরগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে ১ ইয়াবা নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম-সুফিয়া আক্তার (৫০)। তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা ফেটেরগাঁও গ্রামের রুপচাঁন আলীর স্ত্রী। তাকে মঙ্গলবার বিকেলে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে জেলার বিশ্বম্ভলপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি হাবিলদার আব্দুল মান্নান এর নেতুত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর নামক স্থানে অভিযান চালিয়ে ৬৩ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়। যার মূল্য ৯৪ হাজার ৫ শত টাকা।
এদিকে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপির নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলাম এর নেতুত্বে একটি টহল মঙ্গলবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মোকছেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় অফিসসার চয়েস মদ আটক করে। যার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উ নাসির বিড়ি এবং মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদসরা পরিত্যক্ত অবস্থায় বিড়ি ও মদ আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ।জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বিজিবির সদস্যরা।