খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন। আজ বুধবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে অাসার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হয়।
ফলে আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বক্তব্য থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আভাস দিয়েছে।
গত ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতে চারদিনের সফর করেন প্রধানমন্ত্রী। সেই সফরে ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। দেশে ফিরে গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিনি বেঁচে থাকতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু হবে না।
অপরদিকে প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতা স্মারকের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আর ডিফেন্স চুক্তির ব্যাপারে আমি এইটুকু বলব যে, এটা তো আমরা একটা এমওইউ (সমঝোতা স্মারক) আমরা স্বাক্ষর করেছি এবং এমওইউটা মোটামুটিভাবে বিষয়গুলো যেগুলো, সেগুলো হলো যে, আমি একটু…আমি জানি এ প্রশ্নটা করবেন। সে জন্য আমি মোটামুটি কতগুলিই নিয়ে আসছি যে, আমাদের যেটা যে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোসংক্রান্ত একটা সমঝোতা স্মারক…এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সমঝোতা করব। যেমন : আমাদের দুই দেশের সামরিক, এটা চলছে কিন্তু। অনেকগুলি আরো চলমান, সদস্যদের প্রশিক্ষণ এবং আলোচনা অনুষ্ঠান।’