খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: বৈশাখী ভাতা, ৫% বর্ধিত বেতন, শিক্ষার্থীদের টিফিন, স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান এমপিভূক্ত ও শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবীতে ঢাকার পুরানো পল্টন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। এসময় কলেজ শিক্ষক সমিতির পক্ষে অধ্যাপক আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির জাকির হোসেন এবং সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যক্ষ সেলিম মিয়া, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অধ্যক্ষ সেলিম ভূইয়া তার লিখিত বক্তব্যে বলেন,শিক্ষক ও শিক্ষাকে বাচাতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করন ও নন এমপিও শিক্ষকদের এনপিওভূক্ত করনের কোন বিকল্প নেই। তিনি বলেন, সকল দাবি অচিরেই বাস্তবায়িত না হলে আগামী ৬ই মে ঢাকায় শিক্ষক প্রতিনিধি সমাবেশের মধ্য দিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে।
অধ্যাপক আলমগীর হোসেন বলেন, নন এমপিও শিক্ষকরা আজ মানবতর জীবন যাপন করছে। তাদের এমপিওভূক্ত ও বৈশাখী ভাতা সহ আমাদের ন্যায্য দাবিগুলো সরকারের মেনে নেওয়া উচিত। তিনি বলেন যত্রতত্র জাতীয়করন নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই জাতীয়করন করতে হবে।