খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: ঢাকা পলিটেকনিক্যাল এর সাবেক জি এস শহীদ শরীফ হোসেন এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১১ এপ্রিল তার নিজ বাড়ী শিবপুর উপজেলার যশোর গ্রামে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির। হুমায়ুন কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী মাষ্টার,শহীদ শরীফের পিতা আনিস উদ্দিন প্রধান, ছোট ভাই আশ্রাফুল আলম,আমজাদ হোসেন প্রধান,দেলোয়ার হোসেন ভুইয়া,সিদ্দিকুর রহমান,নাছিমা সুলতানা,আসাদুজ্জামান আসাদ,নাসির উদ্দিন আহমেদ সরকার,হাছিবুর রহমান ভুলু,শেখ কামাল হোসেন, জিয়াউল হক,আব্দুল কাদির মিষ্টার,তানভীর আহমেদ জিকু,শওকত আহমেদ,বেলাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি শহীদ শরীফ পরিবারের বিভিন্ন দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। সভায় প্রধান আলোচক রোটারিয়ান বশিরুল ইসলাম বলেন স্বৈরাচার বিরুধী আন্দোলনে ঢাকা পলিটেকনিক্যালের জিএস শরীফ হোসেনের ভুমিকা ছিল ব্যাপক। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তেজগাও আসন থেকে মেজর মান্নান সাংসদ নির্বাচিত হন। তিনি নির্বাচিত হবার পর
তার অনুসারীরা পথের কাঁটা দূর করার জন্য শরীফকে হত্যা করে। শরীফ ছিল আপোষহীন নেতা,সে কোন অন্যায় কাজে আপোষ না করাতেই তাকে মরতে হল। আজ ভাল কাজ করলে শত্র“ বেশী হয়,খারাপ কাজ করলে শত্র“ কম হয়। শরীফ ভাল কাজ করত,সে ছিল বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক,অন্যায়কে সে প্রশ্রয় দিত না। ফলে শাসক গোষ্ঠীর সন্ত্রাসীরা তাকে হত্যা করে। তার মৃত্যুতে দেশ ও সমাজের তথা শিবপুরের অপুরনীয় ক্ষতি হয়েছে। আলোচনা সভার পূর্বে সভার প্রধান অতিথি ও প্রধান আলোচক শহীদ শরীফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা সভার পর শহীদ শরীফের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।