খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: ফেনীতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর মিছিলে আরেক রোগীর নাম যুক্ত হলো। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কেউ নেই। এমনকি রাষ্ট্র তাদের কাছে অসহায়।সরকার কোন ব্যাবস্থা গ্রহন করলে ডাক্তার নামের মানব সেবীরা পুরো চিকিৎসা ব্যাবস্থা কে অচল করে দেয়। অভিযোগ উঠার পরও ফেনী সদর হাসপাতালের ঘাতক ডাক্তার সঞ্জয় পাল বহাল তবিয়তে থেকে কথিত রোগী হত্যার সেবা দিয়ে যাচ্ছে। দায় এড়াতে চিকিৎসা অবহেলায় মৃত রোগীরর স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করে বাংলা সিনেমার ভিলেনের অভিনয়টাও সেরে ফেলেছে।
ফেনী সদর হাসপাতালে ডাক্তারের অবহেলায় আব্দুর রহিম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের বড় মেয়ে স্বপ্না আক্তার বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এমন অভিযোগ করেন।