Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭:  ‘ম্যাডাম ওই ব্যাটায় আমারে রেপ করেছে, বিচার চাই’ ঠিক এমনই আর্তি নিয়ে বুধবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানার কার্যালয়ে আসেন জনৈক এক স্কুলছাত্রী (১৩) । গত সোমবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটির গ্রামের গোরস্তান পাড়ায় তার ফুপুর বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ওই গ্রামের আজিরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ফুসলিয়ে রফিকুলের নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ওই মেয়েটি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইলে চেয়ারম্যান টাল-বাহানা করায় মেয়েটি ও তার পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসে সরাসরি অভিযোগ করে।
মেয়েটির পরিবারের সদস্যরা জানায়, ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকার প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার জন্য উঠে-পড়ে লাগে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিচার-শালিশ করার প্রতিশ্রুতি দিয়ে ২ দিন পার করে দেয়ায় উপায়ন্তর না দেখে মেয়েটি ও তার পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসে বিচার প্রার্থনা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযোগটি সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
থানার পুলিশ পরিদর্শক মো. এমরান হোসেন জানান, এখ নপর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।