খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে এ দেশে ২০১৯ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই নির্বাচনে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বড় শক্তি হলো সময় মতো তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। আর এ জন্য এ সরকারের অধীনে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির হলরুমে অর্থমন্ত্রীকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘মানুষ এখন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে। দেশের সকল মানুষ আজ খেয়ে-পরে বসবাস করছে। আগামী বছর আমাদের বাজেট হবে চার লাখ কোটি টাকারও বেশি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এর সভাপতিত্ব করেন।