Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: বরিশালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তার মা। বুধবার (১২ এপ্রিল) নগরের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার মৃত মালেক হাওলাদারের স্ত্রী লুৎফন্নেছা বকুল বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বাদীর ছেলে বাহাউদ্দিন বাহাদুরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। অভিযুক্ত বাহাউদ্দিন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সদস্য।
আদালতের বেঞ্চসহকারী অভিযোগের বরাত দিয়ে সাখাওয়াত হোসেন জানান, মামলায় বাহাউদ্দিনের মা উল্লেখ করেছেন তার ছেলে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। বিভিন্ন সময় জঙ্গি সংগঠনের টাকার জন্য মাকে বকুলকে মারধর করে টাকা নিয়ে সংগঠনে দান করত বাহাউদ্দিন। এরই ধারাবাহিকতায় বাহাউদ্দিন মঙ্গলবার জঙ্গি সংগঠনের জন্য সম্পত্তি বিক্রি করে টাকার দাবি করে মায়ের কাছে। টাকা দিতে অস্বীকার করলে মা লুৎফন্নেছা বকুলকে মারধর করে ঘরের চাবি নিয়ে যায়। একপর্যায় আলমিরা ভেঙে বাহাউদ্দিন নগদ ১০ হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার এবং সম্পত্তির দলিল নিয়ে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

গত ১০ এপ্রিল বাহাউদ্দিন বাহাদুরের বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড উল্লেখ বরিশালে ডিজিএফএই, এনএসআই, মেট্রোপলিটন পুলিশ, জিআইজি, র‌্যাব-৮ এবং কোতয়ালী মডেল থানার ওসির বরাবর একটি অনুলিপি জমা দেন তার মা।

বকুল আরও উল্লেখ করেছেন, টেলিভিশনে জঙ্গিদের সম্পর্কে দেশবিরোধী কর্মকাণ্ড দেখতে এবং শুনতে পেয়ে বাধা দিলে মাকে মুর্খ বলে গালি দেয় এবং শেরেক, বিদায়েতকারী, নষ্ট মহিলা বলে হেয় করে।