খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা ১৩ এপ্রিল এক যৌথ বিবৃতিতে আগামী কাল বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, খেটে খাওয়া মানুষসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ সকলের জীবনে সুখ-সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক।
নেতৃবৃন্দ বলেন, অতীতের সকল ভুল এবং অন্যায় থেকে নিজেদের মুক্ত করে নতুন বছরকে আমরা দেশপ্রেমে সাজাবো। যারা দেশের জন্য ও মানুষের জন্য কথা বলে তাদের পক্ষে মেহনতি মানুষ সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
২০ দলীয় জোটের নেতা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বছর হবে গণতন্ত্র মুক্তির বছর। এনডিপি সকল পর্যায়ের নেতৃবৃন্দকেও নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল বানু’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারের রোষানলের শিকার হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা। নেতৃবৃন্দ অবিলম্বে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।