খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: জয়পুরহাট পিটিআই এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল ২০১৭ জয়পুরহাট জেলা সদরে পৌরসভার ০২ নং ওয়ার্ডে অবস্থিত প্রধান সড়ক সংলগ্ন প্রতিষ্ঠানের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সুপারেনটেনডেন্ট রেজাউল হকের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের বলেন জয়পুরহাট পিটিআই দেখে আমি মুগ্ধ, বাংলাদেশের অনেক পিটিআই দেখেছি এতো সুন্দর পরিবেশ ও নান্দনিক পিটিআই দেখিনি। পরে তিনি পিটিআই এর সহশিক্ষাক্রমিক কার্যাবলী ও প্রশিক্ষনের ব্যাপারেও সন্তোস প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা। অনুষ্ঠান শেষে বিজয়ীসহ সকলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
পাশাপাশি জয়পুরহাটে মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরনী ২০১৭ অনুষ্ঠিত। গত ১২ এপ্রিল বৈকাল ৪টা নাগাদ জয়পুরহাট জেলা সদরের পৌর এলাকার ২ নং ওয়ার্ডে অবস্থিত খঞ্জনপুর শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির উদ্যোগে কমিটির সভাপতি সমীর দে’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা। বিশেষ অতিথী হিসাবে ছিলেন জয়পুরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট রেজাউল হক। এছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া হাসিন খান, জয়পুরহাট ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডিপি ম্যানেজার ফুলি সরকারসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।