খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ পঞ্চগড় এর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল রাজনৈতিক, পেশাজীবি, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ ব্যানার, ফেসটুন নিয়ে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সভাপতি ও জেলা আইনজীবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ এরশাদ হোসেন সরকার ,জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু সালেক,পঞ্চগড়-ঠাকুরগাঁও,রেল যোগাযোগ উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোঃ আসাদ উজ জামানসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবী জানান।