খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্পকরপোরেশন (বিসিক) ও বাংলাএকাডেমির যৌথ উদ্যোগেরাজধানীতে ১ থেকে ১০ বৈশাখ ১৪২৪পর্যন্ত ১০ দিনব্যাপী বৈশাখীমেলা-১৪২৪ আয়োজনকরাহয়েছে।
১ বৈশাখ ১৪২৪(১৪ এপ্রিল ২০২৪) তারিখশুক্রবারবিকাল ৪.০০ মিনিটেবাংলাএকাডেমি প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারেরমাননীয়শিল্পমন্ত্রীজনাবআমির হোসেনআমুএমপিপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে মেলারশুভউদ্বোধনকরবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আসাদুজ্জামান নুরএমপি, মাননীয়মন্ত্রী, সংস্কৃতিবিষয়কমন্ত্রণালয় ও জনাব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়াএনডিসি, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিক চেয়ারম্যান জনাব মুশতাক হাসান মুহঃ ইফতিখার ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
বৈশাখী মেলায় ১৬৩টি স্টলে দেশেরবিভিন্নঅঞ্চলেরহস্ত, কুটির ও কারুশিল্পীগণতাদের উৎপাদিতনানাবিধপণ্যসামগ্রীর পসরা সাঁজিয়েবসবেন।এরমাঝে ১০টি স্টলে দক্ষ কারুশিল্পীগণতাদের নিপুণহাতেবিভিন্নপণ্য তৈরিরকাজপ্রদর্শন ও বিক্রি করবেন। এই মেলাআয়োজনেরমূলউদ্দেশ্য হলো দেশেরবিভিন্নএলাকারকারুশিল্পীদের উৎপাদিতকুটির, হস্তএবংক্ষুদ্র শিল্পজাতপণ্যসামগ্রীরবিপণনএবংআবহমানগ্রামবাংলারসুপ্রাচীনসংস্কৃতিকঐতিহ্যকে শহুরেরজীবনের সাথে সম্পৃক্ত করা। এ জন্য শহুরেরজনসাধারণকে মেলায়ব্যাপকঅংশগ্রহণেউৎসাহিতকরণেরলক্ষ্যে বৈশাখী মেলা ১৪২৪এরসংবাদ বিভিন্নসরকারি ও বেসরকারিপ্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায়ব্যাপকপ্রচার পেলেতাক্ষুদ্র ও কুটিরশিল্পখাতেনিয়োজিতকারিগররাতাঁদের কাজেউৎসাহপাবে।
তাছাড়া মেলাচলাকালেপ্রতিদিনসন্ধ্যায়অনুষ্ঠিতহবে লোকজসাংস্কৃতিকঅনুষ্ঠান। এতে দেশেরবিভিন্নঅঞ্চলেরঐতিহ্যবাহী লোকসংগীতসহঅন্যান্য গানপরিবেশিতহবে।
মেলা ১-১০ বৈশাখ ১৪২৪ (২৩ এপ্রিল ২০১৭) পর্যন্তপ্রতিদিনসকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্তসর্বসাধারণেরজন্য উম্মুক্ত থাকবে।
অতএব, আবহমানগ্রামবাংলারসুপ্রাচীনসাংস্কৃতিকঐতিহ্যকে টিকিয়েরাখার স্বার্থে গ্রামীণআদলেআয়োজিতবৈশাখীমেলা ১৪২৪-এর সংবাদ প্রচারের লক্ষ্যে রিপোর্টার ও চিত্রগ্রাহক প্রেরণকরারজন্য আপনাকেসবিনয়অনুরোধজানানোযাচ্ছে।