খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা ও ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও থেরাপী) মোঃ তানজিল হক, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সমাজকর্মী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন,
অনুষ্ঠানের শুরুতে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সক্রিয় অংশগ্রহণে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা এবং শপথ বাক্য পাঠ সহ জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করেন।