খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: মরিয়ম ফাউন্ডেশন এর উদ্যোগে কাপাসিয়া সিংহশ্রী ইউনিয়ন পরিষদে ১৩টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান আল আমীন, কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মরিয়ম ফাউন্ডেশন সমন্বয়কারি আজম সরকার, ইউপি সদস্য আমেনা খাতুন শেফালি, রাবেয়া খাতুন, নুরুজ্জমান মুকুল, নজরুল ইসলাম, ওয়াহিদ মিয়া, মোহাম্মদ আলী, আবু সাইদ, আজিজুল হক, আঃ হাই, লিটন, মোশারফ হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব আঃ ছামাদ, উদ্যোক্তা ফজলে এলাহি প্রমুখ।
চেয়ারম্যান আল আমীন বলেন, মরিয়ম ফাউন্ডেশন উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ করায় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও আমরা আর বেশি সহযোগিতা পাব।
উল্লেখ্য, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর বোন মরিয়ম হেলালের ছেলে বিশিষ্ট শিল্পপতি মরিয়ম গ্রুপের চেয়ারম্যান আলম আহমেদ মরিয়ম ফাউন্ডেশনের মাধ্যমে কাপাসিয়া উপজেলায় বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি প্রতি মাসেই কাপাসিয়ার বিভিন্ন প্রাত্যন্ত অঞ্চলে এসে এলাকার মানুষের খোঁজ খবর রাখেন।