খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
উল্লেখ্য উপজেলার ১০ ইউনিয়নের ১শ জন কৃষকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ৫০ বিভিন্ন সার ও নগদ ৪শ টাকা প্রদান করা হয়।