খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি জামাই মেলার কাছে যেতেই বাতাসে বাহারি মিষ্টির মৌ মৌ ঘ্রাণ। গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী নিমাইদীঘি জামাই মেলা ঘুরে এ চিত্র পাওয়া গেলো। প্রতিবছর এ মেলার অন্যতম শ্বশুর-শাশুড়ির দেওয়া সালামি ও জামাইয়ের নিজের গচ্ছিত টাকা দিয়ে বেড়াতে আসা জামাইদের মেলার মাঠে ধুম কেনাকাটা। এই মেলার প্রধান আকর্ষণ বাহারি মিষ্টি। এক একটি মিষ্টির ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে এ মেলায় বড়-ছোট নানা আকারের মিষ্টি আমদানি করা হয়। জানা যায়, বছরের এ সময়টাতে এ অঞ্চলের মেয়েরা স্বামীকে নিয়ে বাবার বাড়ি আসেন। পরে এ মেলাতে জামাইরা আসেন মাছ-মিষ্টি কিনতে। মেলায় ওঠা মাছ ও বাহারি স্বাদের মিষ্টি কিনে জামাই ফেরেন শ্বশুরবাড়ি। সেই মাছ-মিষ্টিতে এলাকার প্রায় প্রতি বাড়িতে চলে জামাই উৎসব।
মিষ্টি দোকানি গিরেন চন্দ্র জানান, তারা এই ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার পর থেকেই এই মেলায় মিষ্টি বিক্রি করতে আসেন। এবারো তারা বিভিন্ন মিষ্টান্ন নিয়ে মেলায় এসেছেন। বেচাবিক্রিও ভালো হচ্ছে।