Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: 41জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বুধবার সারারাত জেলার বিভিন্ন মাদক পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-সদর উপজেলার ভেলাজান হাজীপাড়া এলাকার মৃত-তমিজ উদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী(৩৭) এবং একই এলাকার মৃত-আব্দুল আলীমের ছেলে মো: রেজাউল করিম ওরফে বাবু(৪০)।
ডিবি অফিস সুত্রে জানা যায়, এসআই নুর আলম সিদ্দিক এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন চিলারং ইউনিয়নের ভেলাজান বাজার হইতে গোলাম রব্বানী (৩৭)কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
পরে ডিবি’র আরো একটি দল এসআই মোয়াজ্জেম উদ্দিন এর নেতৃত্বে ভেলাজান বাজারের পূর্ব দিকের ব্রীজের উপর হতে রেজাউল করিম ওরফে বাবুকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।