Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭:42 শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দরিদ্র, কর্মক্ষম অসহায় ছিন্নমূল পরিবার প্রধান মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অত্র উপজেলার ৭টি ইউনিয়ন পর্যায়ে মোট ৭১টি সেলাই মেশিন দরিদ্র মহিলা পরিবার প্রধানের হাতে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, রাজস্ব তহবিল হইতে ৮লক্ষ টাকা ব্যয়ে কর্মহীন পরিবারদের র্কমসংস্থানের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে। চলতি অর্থ বছরে এ প্রকল্পের মাধ্যমে (টেন্ডারের মাধ্যমে) ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকার নি¤œ আয়ের অসহায়, দু:স্থ, দরিদ্র আদিবাসী ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন প্রদানের কার্যক্রম চালিয়ে আসছেন। এতে বহু অসহায়, ছিন্নমূল পরিবারের লোকজন কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়েছে। সহায়তার এই সেলাই মেশিনের মাধ্যমে দরিদ্র পরিবারের লোকজনের মৌলিক চাহিদা পূর্ণ অনেকটা সহায়ক ভূমিকা রাখবে। দরিদ্র পরিবারের অনেক লোক সেলাই মেশিনের কাজ জানা থাকলেও অর্থ সংকটের কারণে সেলাই মেশিন ক্রয় করা সম্ভব হতো না। প্রশিক্ষিত মহিলারা এই সেলাই মেশিন পেয়ে খুশি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা পরিষদ থেকে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক চাঁন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আব্বাস উদ্দিনসহ মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা পেশার লোকজন।