খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের পক্ষ থেকে জঙ্গি সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জঙ্গি বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুঠিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র – ছাত্রী, গ্রাম পুলিশ, ও সাধারন জনগনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এএসপি প্রোবি, আনিসুল রহমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, ওসি (তদন্ত) রাকিবুল হাসান প্রমুখ।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, রাজশাহী জেলা পুলিশের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র – ছাত্রী, গ্রাম পুলিশ, ও সাধারন জনগনদের মাঝে জঙ্গীবিরোধী সচেতনতা বৃদ্ধি ও জঙ্গী সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান করে জঙ্গীবিরোধী লিফলেট বিতরণ করা হয়।