Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: 51দুর্বৃক্তরা আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী রাসনগরের আদিবাসী পল্লীর এক মণিপুরী কৃষকের ধানের ভাড়াল (ধান রাখারঘর)। উপজেলার রাসনগরের ওই মণিপুরী পরিবারের সবাই যখন বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে জমিতে কৃষি কাজে ব্যস্ত ঠিক তখনই একদল দুর্বৃক্ত পরিকল্পিত ভাবে ধানের ঘরে আগুন ধরিয়ে দিয়ে গত অগ্রহায়নে তুলে রাখা খোরাকীর প্রায় ৪০ থেকে ৫০ মণ আমন ধান ও কৃষি উপকরণ আসবাব পত্র সহ তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় নতুন করে মণিপুরী সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে আতংক বিরাজ করছে।’
জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাসনগর আদিবাসী পল্লীর মণিপুরী সম্প্রদায়ের কৃষক ব্রজেন্দ্র সিংহর বসত ঘরের লাগোয়া ধানের ঘরে বৃহস্পতিবার দুপুরের একদল দুবৃক্ত আগুল ধরিয়ে দেয়। আগুনে ঘরে রাখা খোরাকীর আমন ধান, কৃষি উপকরণ, আসবাবপত্র সহ পুড়ে ভস্মিভুত হয়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মালামাল।
বাড়ির গৃহিনী ব্রজেন্দ্র সিংহে স্ত্রী দীপালী রাণী সিন্হা বলেন, পরিবারের সবাই যখন আমরা দুপুরের খাবার খেতে বসি ঠিক তখনই বাহির থেকে একদল দুবৃক্ত আগুন লাগিয়ে চলে যায়। আগুণের ধোয়া উঠার পর আমরা ঘর থেকে বাহিরে এসে দেখি ধানের ঘওে আগুন পুড়ছে তখন চিৎকার করলে পাড়াপ্রতিবেশী ছুটে এসে আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
গৃহতর্কা ব্রজেন্দ্র সিংহ জানান, আমি সকালে প্রয়োজনীয় দরকারে ছাতক উপজেলা সদরে গিয়েছিলাম। পরিবারেরর লোকজন ও প্রতিবেশীরা মোবাইল ফোনে আগুন লাগার বিষয়টি আমাকে অবহিত করেন। তিনি বলেন, বোরো ফসল হানীর পর আমার বাড়ির লাগোয়া আমার নিজস্ব জমি থেকে গত কয়েকদিন ধরে পাথর উক্তোলন করাচ্ছি বিষয়টি এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল হক মেনে নিতে পারেননি, তিনি নিজে বৃহস্পতিবার লোকজন নিয়ে আমার বাড়ি গিয়ে পাথর উক্তোলন বন্ধ রাখতে হুমকি দিয়ে আসেন এমনকি পাশর্^বর্তী নোয়াকোট বিওপির বিজিবি দিয়ে পাথর উক্তোলনে বাঁধা প্রদান করান। আমার ধারণা আমাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে ও আগুনে পরিবারের লোকজনকে হতাহত করতে গিয়ে ওই ইউপি সদস্যের ইন্দনে তার লালিত লোকেরাই বৃহস্পতিবার আমার ধানের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁওর বাসিন্দা ও ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি দুপুরে রাসনগরের ব্রজেন্দ্র সিংহের বাড়িতে গিয়েছিলাম তার খোঁজে সেখানে পাথর উক্তোলন দেখে জানতে চেয়েছি তিনি কোথায় ও কার অনুমতি নিয়ে পাথর উঠানো হচ্ছে এ কথা বলে আমি সেখান থেকে চলে আসি কিন্তু আগুন ধরিয়ে দেয়ার সাথে আমি কিংবা আমার লোকজনের কোন ধরণের সম্পৃক্ততা নেই।’
এ ব্যপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ খতিয়ে দেখছে এবং দুবৃক্তদের শনাক্ত করা হবে।