খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনের উদ্যেগে হালখাতা ও বর্ষবরন অনুষ্ঠান পালিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে নির্দেশে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়ছড়া জিরো পয়েন্টে শুল্ক স্টেশনে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়। শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বিল্লাল চৌধুরী ও সহকারি রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের কাস্টম সুপার টি রুইবা, ইন্সপেক্টর রামগিয়া কুমার ও সাব ইন্সপেক্টর হরেন্দ্র বাবুকে ফুল দিয়ে বরন করেন ও নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বড়ছড়া শুল্কস্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস, এস এম আব্দুস সাত্তার বিজিবি ও বিএসফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । বেলা ১২ টায় তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুফের নেতৃবৃন্দকে মিষ্টি দিয়ে আপ্যায়ন ও ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান শুল্কস্টেশনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুফের সিনি সহ সভাপতি ফরিদ গাজী, কোষাধ্যক্ষ জাহের আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র উপদেষ্ঠা সম্পাদক মজিবুর রহমান তালুকদার, স্বপন কুমার দাস, ওছিউর রহমান, কয়লা আমদানীকারক গ্রুফের সচিব রাজেশ দাস প্রমুখ।