খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: এবারের আইপিএলে নিজের শুরুটা ভালো হয়নি টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ম্যাচে দল সানরাইজার্স হায়দরাবাদ ও তার ভক্তদের হতাশ করেছেন এ বামহাতি পেসার।
মোস্তাফিজের প্রথম ওভার থেকেই ১৯ রান তুলে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ দেন ১১ রান। আর তৃতীয় ওভারের প্রথম ৪ বলে ৪ রান দেন তিনি। তখন মুম্বাইয়ের জয়ের জন্য ওই ৪ রানই প্রয়োজন ছিল।
মোস্তাফিজ ২.৪ ওভারে ৩৪ রান দেন। কোনো উইকেটের দেখা পাননি। এদিকে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শুরু থেকেই ছিলেন আরেক বাংলাদেশী সাকিব আল হাসান।
তবে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। সব ঠিক থাকলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দেখা যাবে সাকিবকে। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় কলকাতা। ওই ম্যাচে ইনজুরিতে পড়েন কলকাতার ওপেনার ক্রিস লিন। তাই এ ম্যাচে সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা জোরালো।