খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: চির চেনা জানা গ্রাম বাংলার উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে যশোরের বেনাপোল ও শার্শায় পহেলা বৈশাখ-পালিত হয়েছে। স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন রংঙে ঢংঙে গ্রা গ্রামের আদলে সেজে ব্যানার ফেস্টুন সহকারে মঙ্গল শুভাযাত্রা বন্যাঢ্য র্যালিতে অংশ গ্রহন করেন। বেনাপোল বল্ডপিল্ড থেকে শোভাযাত্রাটি ২কিলোমিটার এলাকা প্রদক্ষিন করে। পৌর সভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখি অনুষ্টানে প্রায় অর্ধলাখ মানুষকে পান্তা ও ডাল আলু ভক্তা ও কাচা ঝাল পিয়াজ দিয়ে আপ্যায়ন করা হয়। দিনভর প্রদর্শিত হবে দেশ বরেন্য শিল্পিদের মনমুগ্ধকর সঙ্গিত। খুশি এলাকার মানুষ।
বেনাপোলে মেয়র আশরাফুল আলম লিটন ও শার্শায় এমপি শেখ আফিল উদ্দিন মঙ্গর শোভাযাত্রায় অংশগ্রহন করেন। আমি গায়ের বধু-পয়সা নেই তাই কলার ভেলার গাড়ীতে যাচ্ছি শুশুর বাড়ী-আজ আমাদের কাছে এ উৎসব যেন ঈদ আনন্দ-বলেন শোভাযাত্রীয় আসা মানুষ।