Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করেছে জেলাবাসী।
বর্ষবরণ উপলক্ষে আজ সকাল নয়টার সময় নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বৈশাখী চত্ত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা প্রশাসক জাকির হোসেন, নীলফামারী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় বৈশাখী চত্ত্বওে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
পরে সেখানে বাঙ্গালী খাবার পরিবশেন এবং গ্রামীণ মেলা ও শিশু আনন্দ মেলার অনুষ্ঠিত হয়।