Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: বান্দরবানে একুশে টেলিভিশনের জন্মদিন ও বাংলা নববর্ষের শুভেচ্ছা উপলক্ষ্যে র‌্যালী ও কেক কাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাবের সেক্রেটারী ও এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, দৈনিক জনতার প্রতিনিধি এম এ হাকিম চৌধুরী, ৭১টিভির প্রতিনিধি চবাথুই মার্মা, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (টিটু)সহ স্থানীয় প্রিন্ট, ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, একুশে টিভি প্রথম স্যাটেলাইট চ্যানেল। এটি বিটিভির পরেই সরকারের আওতার বাইরে প্রথম বেসরকারী চ্যানেল হিসেবে আর্বিভূত হয়েছে এবং নতুন দিক নির্দেশনা জার্নালিজমের ক্ষেত্রে, খবর পরিবেশনের ক্ষেত্রে খবরকে গণমানুষের কাছে আকর্ষনীয় করার ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।