খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: রাঙ্গামাটিতে শুত্রবার সকালে শহরের প্রধান সড়কে বের করা হয় বৈশাখীর মঙ্গল শোভাযাত্রা। পৌরসভা চত্ত্বর হতে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ হয়। এতে অংশ নেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিভিন্ন স্তরের মানুষ। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৈশাখীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বুধবার শুরু হওয়া পাহাড়িদের তিন দিনব্যাপী বৈসাবি উৎসব নানা আচার অনুষ্ঠানে শুক্রবার শেষ হচ্ছে। পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব (বৈসুক, সাংগ্রাইং, বিজু) বৈসাবি আর বাঙালির প্রাণের উৎসব বৈশাখীতে মেতেছে গোটা পাহাড়ের মানুষ। উৎসবের রঙে রাঙিয়েছে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখন পাহাড় জুড়ে বইছে খুশির জোয়ার। মেতেছে বাঙালি পাহাড়ি।
এদিকে নববর্ষের প্রথমদিন উদযাপিত হচ্ছে চাকমাদের গোজ্যেপোজ্যে, মারমাদের সাংগ্রাইং আপ্যাইং এবং ত্রিপুরাদের বিসিকাতাল। এর মধ্য দিয়েই শেষ হবে তিনদিনের মূল বৈসাবি উৎসব। বৈসাবির সঙ্গে একাট্টা বৈশাখী উৎসবে বর্ণিল রাঙ্গামাটি। মাতোয়ারা বাঙালি পাহাড়ি।
রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিকালে ঐতিহ্যবাহী বলিখেলাসহ দিনব্যাপী আয়োজন করা হয় বৈশাখী মেলা। শনিবার থেকে রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে মারমা স¤প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং জলোৎসব। রোববার জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সার্বজনীন জলোৎসব।