খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সকালে জেলা জজকোর্ট চত্বরের বটমুল প্রাঙ্গনের বর্ষবরণ অনুষ্ঠান দিয়ে শুরু হয় উৎসবের প্রারম্ভিকতা।
পরে সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা স্কুল বড়মাঠ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি),জেলা প্রশাসক আব্দুল আওয়াল,পুলিশ সুপার ফারহাত আহমেদ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো প্রমুখ।
এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে ঠাকুরগাঁও ষ্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমী ও মহিলা কল্যান ক্লাবের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।