খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রথমবারের মতো নাটোর প্রেসক্লাবে বাংলা নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার নাটোর সকাল ৭.৩০ মিনিটে শহরের কানাইখালী মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে ছায়াবানী মোড় প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে প্রেসক্লাবের কনফারেন্সরুমে বাংলা নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীন, প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি এ বিএম মোস্তফা খোকন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নাইমুর রহমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক আখলাক হোসেন লালসহ অনান্য সাংবাদিকবৃন্দ। পরে প্রেসক্লাবসহ নাটোর জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ‘পান্তা-ইলিশ’ ও বাঙ্গালী সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন খাদ্য দিয়ে আপ্যায়ন করানো হয়। এর আগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে নাটোর প্রেসক্লাবে আলোকসজ্জা করা হয়।