খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: যশোরের শার্শা নাভারন এলাকা থেকে০১কেজি হিরোইন-একটি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন সহ আন্তজেলা ডাকাত দলের সদস্য আলমঙ্গীর হোসেন বাবুকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক বাবু শার্শা ট্যাংরা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
শার্শা থানার ওসি মনির হোসেন জানান,শুক্রবার দুপুরে ভারত থেকে একটি মাদকের চালান দেশের অভ্যান্তরে প্রবেশ করছে জানতে পারেন তারা। এসময় শার্শা কাজিরবেড় এলাকা থেকে আটক করা হয় মাদক ব্যাবসায়ি আন্তজেলা ডাকাত সদস্য বাবুকে। তার কাছ থেকে অস্ত্র গুলি ও মাদকের চালান জব্দ করা হয়। তাকে যশোর কোট হাজতে প্রেরন করা হয়েছেন বলে জানান তিনি।