খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ (বঙ্গাব্দ১৪২৪) পালিত হয়েছে।শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে এবং নাচোল পৌরসভা, উপজেলা স্কুল, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, পাঠশালা স্কুল এন্ড কলেজ, এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় গরু-মহিষের পাল তোলা গাড়ী, মাছ ধরার পলই, বর-কনের পালকিসহ বাংলা নববর্ষ খচিত শাড়ী, পাঞ্জাবী ও গেঞ্জি ঝাঁকি জাল, অংশগ্রহণকারীরা উৎসুক দর্শকদের নজর কাড়ে। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবে বাঙালীর আবহমানকালের বৈশাখী পান্তা-ইলিশ ভোজন হয়। পান্তা-ইলিশ ভোজন শেষে উপজেলা প্রশাসন-পরিষদ ও স্থানীয়দের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্যদিকে বাংলা নববর্ষ উপলক্ষে নাচোল সরকারী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ,খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ,অক্সফোর্ড একাডেমী ,পশ্চিম মির্জাপুর কলেজ,বনলতা সাংস্কৃতিক ক্লাব সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে নিজস্ব অয়োজনে পান্তা-ইলিশ ভোজন, বৈশাখী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেষণ করে।