খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন । সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন পুঠিয়া-দূর্গাপুরের সাংসদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। এছাড়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ করেন। এ সময় রাজবাড়ি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহারের সভাপতিত্বে বাঙ্গালী সংস্কৃতির সাথে পহেলা বৈশাখের ঐতিহ্যের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্ম, ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মতিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, ওসি তদন্ত রাকিবুল হাসান, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, আ’লীগ নেতা মনিরুল ইসলাম তাজুল, বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ: সামাদ, প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে পান্তা পরিবেশন অনুষ্ঠিত হয়।
এদিকে পালোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনে তিনদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।