Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। প্রতি বছরের ন্যায় এবারো বৈশাখী আরশীনগর বটমূলে মেলার ৭ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
বাংলা বছরেকে আনন্দময় করে তুলতে সকাল দিনে এগারটায় নরসিংদী শহর পূজা উদযাপণ পরিষদের উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এর উদ্বোধন করেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুুল মতিন ভূঞা ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল।
এদিকে বেলা ১২টায় শহরের আরশীনগর বটমূলে সামসুদ্দিন আহমেদ এছাক সঙ্গীত একাডেমি আয়োজিত ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আহমেদ লাকী। মেলায় প্রথম দিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমায় দর্শনার্থীরা।