Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
unnamed
খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: নরসিংদী প্রতিনিধি: চাই নির্মল আকাশ,দূষণ মুক্ত বায়ূ,দখল মুক্ত নদী- শ্লোগানকে সামনে রেখে ঘোড়াশালে পরিবেশ সচেতনতায় পালিত হলো ঘুড়ি উৎসব-১৪২৪।
পরিবেশবাদী সংগঠন বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের  আয়োজনে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ঘোড়াশাল পৌর ঈঁদগা ময়দানে ঘুড়ি উৎসবে  প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন ঘোড়াশাল পৌরসভা মেয়র-মোঃশরীফুল হক(শরীফ)অনুষ্ঠানে আরু উপস্থিত ছিলেন ঘোড়াশাল শহর আঃলীগের সহ সভাপতি-বোরহান মেহেদী-কাউন্সিলর শহীদুল হক রুমেল-কাউন্সিলর সূরিয়া মফিজ- সহকারী প্রধান শিক্ষক বরুন দাস-ঘোড়াশাল পৌরসভা ছাএলীগের সভাপতি-সমশের খান রুবেল-ছাএনেতা বিষ্ণু দত্ত এবং বাঁচাও শীতলক্ষ্যা আন্দোলনের সম্নয়ক মাহবুব সৈয়দ প্রমূখ।
উৎসবে রং-বেরঙের বিভিন্ন সাইজের ঘুড়ি উড়ানো ও প্রদর্শন করা হয়। নানা বয়সের সত্তুর  জন  প্রতিযোগি আনন্দমূখর পরিবেশে ঘুড়ি উড়ানো ও কাটাকাটির উৎসবে মেত উঠে।