খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে চার মৌসুম ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। চলতি মৌসুমে জাতীয় লিগ দিয়ে ফেরেন ঘরোয়া ক্রিকেটে। বিসিএলে জায়গা না হলেও ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই দল পেয়েছেন।
কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক করা হয়েছে তাকে। চার মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা আশরাফুল ব্যাট হাতে অবশ্য জ্বলে উঠতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন আশরাফুল। একটি চারের সাহায্যে ৬ বলে ৬ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন এ ডানহাতি ব্যাটসম্যান। রুবেলের পেস তোপে ১৮৪ রানে গুটিয়ে গেছে কলাবাগান। রুবেল একাই নিয়েছেন ৬ উইকেট। ৮.২ ওভার বলে করে দেন ২১ রান। করেন দুটি মেডেন ওভার। দুটি উইকেট নিয়েছেন সৌম্য সরকারও।
টস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগানের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান এসেছে তুষার ইমরানের ব্যাটে। জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ৩৮ রান।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির হয়ে আফগান অলরাউন্ডার রহমত শাহ করেছেন সর্বোচ্চ ৭৮ রান। মেহেদী হাসান মিরাজ করেছেন ৫২।
আলাউদ্দিন বাবু ও মেহেদি হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও আবু হায়দার রনি।
এছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২০৯ রান তুলেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর ঘূর্ণিতে ৪৮.২ ওভারে অলআউট হয় তারা। উত্তম সরকার ৮৮ ও নাসিরউদ্দিন ফারুক করেন ৪৪ রান।
রাজ্জাক চারটি ও সোহাগ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহদাত হোসেন রাজীব, ফজলে রহমান ও জিয়াউর রহমান।