খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নঈম উদ্দিন মোস্তাজির নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয় আর বিএনপি লুটপাট করে খায়। নৌকায় উঠুন, নইলে বাংলাদেশ ত্যাগ করুন। কারন বর্তমানে নৌকার বিকল্প নেই। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর শেখ হাসিনা মানে উন্নয়ন।
সানিয়াজান ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক আবুল হাসেম তালুকদারের সভাপতিত্বে উক্ত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা সায়েবুর রহমান মোস্তাজির, শহিদুল ইসলাম, আফজাল হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।