Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: নোয়াখালীতে বাংলা নববর্ষকে বরণে বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের মৌমাছি কচিকাঁচার মেলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।

নানা রঙে সজ্জিত ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহনে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নববর্ষকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিজয় মঞ্চে এসে শেষ হয়।

শোভাযাত্রায় আরও অংশ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সহসভাপতি মহিউদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, বৈশাখী মেলা উদযাপন পরিষদের সংগঠনের নেতা মোল্লা হাবিবুর রসুল মামুন, মমতাজুল করিম বাচ্চু, জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম জাহান, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের লোকজন।