খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে গণভবনের আঙিনায় হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানের এক মূহুর্তে গানের সঙ্গে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী নিজেই।
অনুষ্ঠানের শুরুতেই দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুকন্যার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দেশবরেণ্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শেখ হাসিনা।
কেবল উপভোগই নয়, রীতিমত শিল্পীদের সাথে গলা ছেড়ে গান ধরেন প্রধানমন্ত্রী। তার সুললিত কণ্ঠে গান শুনে বিমোহিত হয় উপস্থিত নেতা-কর্মীরা। ‘গায়ক প্রধানমন্ত্রীর’ গানটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইউটিউবে। এরই মধ্যে ভিডিওটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা যান গণভবনে। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় সভাপতিকে। বর্ষবরণ উপলক্ষে গণভবনে তৈরি করা হয় বেশ বড় আকারের মঞ্চ। সেখানে দলীয় সভাপতির সঙ্গে ছবি তোলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।