আজ শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
মৃত মুছা ভাষানটেক শ্যামল পল্লীর শিল্পীরটেক এলাকার আব্দুল খালেকের ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মুছা। পরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মৃত্যু হয় তার।