Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
pm-12
খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নির্মিত অত্যাধুনিক আবাসিক ভবন ‘জাজেস কোয়ার্টার’-এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাকরাইলের সার্কিট হাউস রোডস্থ নবনির্মিত এ আবাসিক ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির বাস ভবনের উল্টো পাশে সার্কিট হাউস রোডস্থ দেড় একর জমিতে ৩০ তলা ভিত্তির ওপর ২০ তলা ভবনটি নির্মিত হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত ২০ তলাবিশিষ্ট আবাসিক ভবনটিতে (জাজেস কমপ্লেক্স) ওয়াইফাইসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

২০১২ সালের ৬ মার্চ বিচারপতিদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পটি ২০১৬ সালের জুনে সুপ্রিমকোর্টের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু নানা কারণে তাতে বিলম্ব ঘটে।