খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার সীমান্ত এলাকা চৌমুহনী-ফেনী মহা সড়কের পুপুলার জুট মিলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয় মসজিদের মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে বেগমগঞ্জ ও সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কি ভাবে বা কখন এই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তিকে কেউ কখনো ওই এলাকায় দেখেনি বলে জানান স্থানীয়রা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, লাশটি দুই থানার সীমান্তে হওয়ায় উদ্ধার প্রক্রিয়া বিলম্ব হয়েছে। আর ঘটনাস্থল মহাসড়কের পাশে হওয়ায় আইনগত বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।