Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ আগামী ১৭ এপ্রিল দু’দিনের সফরে সুনামগঞ্জের বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক(যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের সঞ্চালনায় সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলী বীর প্রতীক,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজদ,জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যা হাজী আবুল কালাম,সিনিয়র পুলিশ সুপার বাবু তাপস কুমার ঘোষ,নারীনেত্রী শিলা রায়,র‌্যাব-৯ এর পুলিশের এ এস পি মোঃ আফজাল হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন,জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট শামছুল আবেদীন,সাংবাদিক আল হেলাল প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন,মহামান্য রাষ্ট্রপতি হাওর এলাকার মানুষ হিসেবে তিনি আমাদের সুনামগঞ্জের সবগুলো হাওর অকাল বণ্যায় তলিয়ে যাওয়ার খবর শুনে তিনি আগামী ১৭ এপ্রিল পরির্দশনে আসছেন এবং ঐদিন বিভিন্ন হাওর পরদির্শন শেষে সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে পরেরদিন ১৮ এপ্রিল সুধীজনদের সাথে মতবিনিময় শেষে তার নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে যাবেন বলে জানান। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সুনামগঞ্জে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।