খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: গাজীপুরের টঙ্গী বদাম এলাকায় তুরাগ নদী থেকে অহেদুল (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করা হয়। নিহত অহেদুল টঙ্গীর বাদাম এলাকার মৃত্য অদু বেপারীর ছেলে।
টঙ্গী থানা সুত্রে জানা যায়, শনিবার সকালে বাদাম এলাকায় তুরাগ নদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।