খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: দিনাজপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষন মামলার আসামীকে আটক করেছে।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার ভোরে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেলদই গ্রামের মোঃ সুজাল হকের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে একই জেলার হরিপুর উপজেলার ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী গোলাম মোস্তফা ওরফে বিটকালকে আটক করে। গ্রেফতারকৃত হরিপুর উপজেলার মলানী হাটপুকুর গ্রামের মৃত সাইফুদ্দিনের পুত্র।
উল্লেখ্য, গত ২৫ মার্চ একই গ্রামের মোঃ শাকিব আলীর ৮ বছরের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ করে বিটকাল। এব্যাপারে ধর্ষণের শিকার প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করেন।