খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: মিলন খন্দকার,গাইবান্ধা: আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে জাতীয় পার্টিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গাইবান্ধায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সদর উপজেলা জাতীয় পার্টি শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মী সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহান খান আবু। অন্যান্য নেতৃবৃন্দের মধ্য বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য,জেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক এমপি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ সরকার,জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল,যুগ্ন সাধারন সম্পাদক ও শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহামুদুর রহমান মুকুল, জেলা যুব সংহতির সাধারন সম্পাদক ও শ্রমিক নেতা জিয়াউর রহমান সুমন প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে জাতীয় পার্টিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।