Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: 41মিলন খন্দকার,গাইবান্ধা: বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে গাইবান্ধা শিশু পরিবার বালিকায় কবিতা, ছড়া, নৃত্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে এতিম শিশুদের আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।শনিবার দুপুরে জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথ উদ্যোগে এই আনন্দ মেলার আয়োজন করে।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু পরিবার বালিকার সহকারি শিক্ষক চৌধুরী ফরিদা পারভিন। এতে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক বাবুল আকতার, শিক্ষক রেজাউল আলম আনিছ, শিশু একাডেমির উপ-পরিচালক মোশাররফ হোসেন প্রধান, লাইব্রেরিয়ান রেবেকা পারভিন, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার প্রমুখ।

পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি শিশুদের পুরস্কৃত করা হয়।