Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: 50পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেছে রামপাল উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন । সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে রামপাল অডিটোরিয়াম সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল। এছাড়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বাঙ্গালী সংস্কৃতির সাথে পহেলা বৈশাখের ঐহিত্যর উপর আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়্যারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়্যারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়্যারম্যান হোসনেয়ারা মিলি,রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রাক্তন উপজেলা চেয়্যারম্যান মোল্যা আঃ রউফ, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী প্রমূখ। বিকাল ৪ টায় রামপাল বিদ্যুত প্রকল্প এলাকায় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিঃ এর উদ্দোগে মৈত্রী বর্ষবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক উপস্থিত ছিলেন । বর্ষবরন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি এবং বেতার শিল্পিরা সংগীত পরিবেশন করে । এছাড়া রাজনগর ইউনিয়নের দীঘীর পাড় এলাকায় চড়ক পূজা ও বর্ষবরন উপলক্ষে বৈশাখী মেলায় ব্যাপক লোকসমাগম ছিলো।